ইবিতে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ নাটক মঞ্চস্থ

শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও কর্ম জীবন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ নাটক মঞ্চস্থ হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের বাংলা মঞ্চে নাটকটি মঞ্চস্থ করা হয়। বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে নাটক মঞ্চায়নে সহায়তা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

IU-Theater

বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) পরিবেশনায় নাটকটিতে বঙ্গবন্ধুর জন্ম এবং বর্ণাঢ্য রাজনীতিক ও কর্ম জীবনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা হয়। এ সময় বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলন, ৭ মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বদেশ প্রত্যাবর্তনসহ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের নির্যাতনের বিভিন্ন চিত্র এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের চিত্রও প্রদর্শিত হয়।

IU-Theater

কৌশিক আহমেদের রচনা ও নির্দেশনায় নাটকটিতে কুশীলব হিসেবে ছিলেন- বঙ্গবন্ধু চরিত্রে অনি আতিকুর রহমান, ইয়াহিয়া চরিত্রে নুরুজ্জমান সাগর, কথক চরিত্রে কৌশিক ও মোনালিসা, ঘোষক চরিত্রে নিশাত উর্মি, কোরাস চরিত্রে ইমরান, নাহিদ, ফহিম, শিমু, ইশতিয়াক প্রমুখ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বনি।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের কার্যনির্বাহী সদস্য রুমি নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

IU-Theater

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, বিথির সহ সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তর, সহ-প্রচার সম্পাদক এনামুল হক।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।