শাবিতে আন্দোলনকারী শিক্ষকদের কর্মবিরতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন আন্দোলনকারী সরকার সমর্থক একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ শিক্ষকরা।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। পাশাপাশি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক পদ থেকে পদত্যাগকারী শিক্ষকরা তাদের পদত্যাগপত্র কার্যকরের জন্য উপাচার্য ভবনে রেজিস্ট্রারের কক্ষে অবস্থান করেন। দুপুর সাড়ে ১২টা থেকে তারা প্রায় একঘণ্টা রেজিস্ট্রারের কক্ষে অবস্থান করেন। এরপর আন্দোলনকারী শিক্ষকরা রেজিস্ট্রারের কক্ষ থেকে বেরিয়ে যান। আবারো পদত্যাগপত্র কার্যকর দাবিতে বৃহস্পতিবার আবারো রেজিস্ট্রারের কার্যালয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষকরা।
আন্দোলনকারী শিক্ষক নেতা অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, এই দুর্নীতিবাজ উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, উপাচার্য শারীরিকভাবে অসুস্থ থাকায় পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি ।
যদিও উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া এর আগে প্রশাসনিক পদ থেকে পদত্যাগকারী শিক্ষকদের পুনরায় প্রশাসনিক কাজে যোগদানের জন্যে আহ্বান জানান এবং কাজে যোগ দিতে পদত্যাগকারী শিক্ষকদের চিঠি দেন।
উল্লেখ্য, উপাচার্যের অপসারণ দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে গত ২০ এপ্রিল আন্দোলনকারী ৩৫ জন শিক্ষক প্রশাসনের ৩৭টি পদ থেকে পদত্যাগ করেন।
এমএএস/আরআইপি