বেরোবি ক্যাম্পাস রেডিওর যাত্রা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২০ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের মধ্য দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অনলাইন ক্যাম্পাস রেডিওর।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এই রেডিওর পরীক্ষামূলক সম্প্রচারের উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করার অভিপ্রায় নিয়ে বেরোবি ক্যাম্পাস রেডিওর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হলো। শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের অন্যান্য ভাষণও এই রেডিও-তে প্রচার করা হবে।

BRUR-

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ, পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মো. রশীদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইনে ক্যাম্পাস রেডিও শুনতে www.brucr.net -এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

সজীব হোসাইন/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।