নম্বর জালিয়াতির ঘটনায় ঢাবি শিক্ষক বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের স্নাতক চূড়ান্ত পরীক্ষায় ফলাফল কারসাজির ঘটনায় বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ আজহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অভিযুক্ত ওই শিক্ষককে টেবুলেশন শিট তৈরির দায়িত্ব দেয়া হয়েছিল। মেধাক্রমে প্রথমে থাকা এক শিক্ষার্থীর নম্বর কমিয়ে দিয়ে, পিছনে থাকা আরেক শিক্ষার্থীকে নম্বর বাড়িয়ে দেয়ার অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একইসঙ্গে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হোসাইনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে উপাচার্য বলেছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তদন্ত কমিটি বাকি সদস্যরা হলেন অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিন।
এদিকে সভায় গত মাসে গঠিত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর নামে গঠিত ট্রাস্ট ফান্ডটি বাতিল করা হয়েছে। আগামীতে তার নামে বিশ্ববিদ্যালয়ে আর কোনো ট্রাস্ট ফান্ড গঠিত হবে না।
## ঢাবির আইন বিভাগে ফলাফল কারসাজির অভিযোগ
এমএইচ/বিএ