ইব্রাহীম খাঁর অবদান প্রজম্মের পর প্রজন্ম স্মরণ করবে


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

শিক্ষা খাতে প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর অবদান প্রজম্মের পর প্রজন্ম স্মরণ রাখবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মারক বক্তৃতা ২০১৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ সাহিত্যে, এদেশের শিক্ষায়, সমাজ  উন্নয়নে এবং রাজনীতিতে যে অবদান রেখে গেছেন, তা সব সময় অনুকরণীয়। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষা প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন এবং অনেক দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের নিজ বাসস্থানে রেখে লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘প্রিন্সিপাল ইবরাহীম খাঁর বাতায়নে’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়া, আরো বক্তব্য রাখেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বেগম আকতার কামাল এবং প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ট্রাস্ট ফান্ডের দাতা প্রিন্সিপাল খালেদা হাবিব।

উপাচার্য বলেন, প্রিন্সিপাল ইবরাহীম খাঁ তাঁর সময়কালে শিক্ষা-দীক্ষায় অনগ্রসর বাংলাদেশের সমাজ ব্যবস্থার সংস্কার ও উন্নয়নে বিশেষ করে শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করার ক্ষেত্রে যে অসামান্য অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান মূল প্রবন্ধে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র জীবন, সাহিত্য-কর্ম, রাজনীতি এবং তাঁর সাহিত্যে প্রতিফলিত সমকালীন সমাজ চিত্রসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এমএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।