৮ ডিসেম্বর জাবিতে ভর্তি শুরু


প্রকাশিত: ০৪:৩১ এএম, ২২ অক্টোবর ২০১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধা তালিকা অনুসারে ভর্তি শুরু হবে ৮ ডিসেম্বর। ভর্তি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে সব ইউনিট ও ইনস্টিটিউটে ১ থেকে ৩ ডিসেম্বর, কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারু বিভাগের সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা ১ থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১ থেকে ৪ ডিসেম্বর ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শেষে চূড়ান্ত মেধা তালিকা থেকে ৮ ডিসেম্বর ভর্তি শুরু হবে। মেধা ও অপেক্ষমাণ তালিকা থেকে যাবতীয় ভর্তি কার্যক্রম ৬ জানুয়ারি শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিভিন্ন কোটায় ভর্তির জন্য ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে অগ্রণী ব্যাংক জাবি শাখা থেকে ২০০ টাকা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করে শিক্ষা শাখায় জমা দিতে হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।