চবিতে দুই ছাত্রলীগ কর্মী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটকরা হলেন- দেলোয়ার হোসেন ও মুজিবুল হক। উভয়ই নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের। তারা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মী ও সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের সামনের সড়ক থেকে পুলিশ তাদের আটক করে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাংগীর। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালিয়ের স্টেশন চত্বরে দীপ্ত নামে ছাত্রলীগের বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করে দেলোয়ার হোসেন ও মুজিবুল হক। এর আগে রোববার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ গ্রুও সিক্সটি নাইন ও বিজয়ের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
এ ঘটনায় দুই পক্ষই রাত পর্যন্ত শাহজালাল ও সোহরাওয়ার্দী হলের সামনে জড়ো হন। এ সময় দুই পক্ষের হাতেই রামদা ও ইট পাথর দেখা যায়। তবে পুলিশের উপস্থিতিতে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এদিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু জাগো নিউজকে বলেন, অন্যায়কারী ও বিশৃঙ্খলাকারী যে হোক তাদের বিরুদ্ধে ছাত্রলীগের জিরো টলারেন্স নীতি রয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আহ্বান করেছি।
আবদুল্লাহ রাকীব/এমআরএম