শিক্ষককে নিয়ে অশালীন মন্তব্য করে বেরোবির তিন কর্মচারী বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০২ আগস্ট ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে এক শিক্ষককে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার দায়ে তিন কর্মচারীকে গত বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এ বিষয়ে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় অসদাচরণের অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।

বরখাস্তকৃত কর্মচারীরা হলেন, ক্যাফেটেরিয়ায় কর্মরত সিনিয়র পিএ কাম কম্পিউটার অপারেটর মো. রবিউল ইসলাম, নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী মো. নুর আলম মিয়া এবং রসায়ন বিভাগের ল্যাব অ্যাটেনডেন্ট মো. মালেক মিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও নিরাপত্তা প্রহরী মো. নুর আলম মিয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে কর্মচারীদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। তা দমাতেই প্রশাসনের এমন সিদ্ধান্ত।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

সজীব হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।