ছাত্রলীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইবি ছাত্রীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ১০:১৬ এএম, ০১ আগস্ট ২০১৯

‘ছাত্রলীগের নেতা-কর্মীরা ইভটিজিং করলে অভিযোগ করেও বিচার পাই না। এছাড়া ছাত্রলীগ পরিচয়ে মেয়েদের হলের সামনের রাস্তায় বেপরোয়া বাইক চালানোসহ হলের খাবার, পানি, ইন্টারনেট, সিট সমস্যা তো আছেই।’

ছাত্রীদের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উন্মুক্ত আলোচনায় এসব অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

বুধবার রাত ১০টার দিকে দেশরত্ন শেখ হাসিনা হল ছাত্রলীগের আয়োজনে হলের টিভি রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। প্রিয়কংকা বোস রাখির সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, আবাসিক শিক্ষক তৌহিদুর রহমান, শাহাবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

iftising

সংলাপ অনুষ্ঠানে বক্তারা ছাত্রীদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন এবং সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘অতীতে ছাত্রলীগের নাম ভাঙিয়ে যেসব অপকর্ম হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে কেউ কোনো ধরনের টিজিংসহ যেকোনো অপরাধ করলে আপনারা অভিযোগ করবেন। নতুন দায়িত্ব পাওয়া এ কমিটি কথা দিচ্ছে সংশ্লিষ্টের বিচার হবেই।’

সোহাগ ফেরদৌস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।