ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, ঢামেকে ভর্তি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:১৬ এএম, ০১ আগস্ট ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরমান শাহরিয়ার আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার রাত ১২টার দিকে ফজলুল হক মুসলিম হলে এ ঘটনা ঘটে। আরমান শাহরিয়ার ওই হলের আবাসিক শিক্ষার্থী।

জানা গেছে, রাত ১২টার দিকে সে ব্লেড দিয়ে হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে হলের ২০৯ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

আত্মহত্যার কারণ হিসেবে আরমান শাহরিয়ারের বন্ধুরা জানিয়েছেন, তার (আরমান) বিভাগের শিক্ষকরা সব শিক্ষার্থীর সামনে তাকে অপমান করেছে। এই কারণে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।