ঈদের পর দিনই ক্যাম্পাসে ফিরতে হবে জাবি শিক্ষার্থীদের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছুটি শুরু হবে আগামী ৪ আগস্ট থেকে। আর এই ছুটি শেষ হবে ১৩ আগস্ট। ক্লাস শুরু হবে ১৪ আগস্ট।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা কমিটির হিসাব ও বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে। ফলে ঈদের পরদিনই শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে ৪ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৪ আগস্ট। তবে দাফতরিক কার্যক্রম বন্ধ হবে ৬ আগস্ট থেকে বন্ধ থাকবে এবং একই সময়ে (১৪ আগস্ট) কার্যক্রম শুরু হবে।

ঈদের পরের দিনেই ছুটি শেষ হওয়াতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে বিড়ম্বনার শিকার হবে কি-না? এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কিছু করার নেই। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হওয়ায় ১৪ আগস্ট ক্লাস ও অফিস খুলতে হচ্ছে।’

এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ‘ঈদের এত দিন আগে ছুটি দিয়ে ঈদের পরে মাত্র একদিন ছুটি দেয়া এক ধরনের প্রহসন। এতে করে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে। তাদেরকে ঈদের পরের দিনই ক্যাম্পাসের উদ্দেশে রওনা দিতে হবে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘কোরবানির ঈদের পরের দিনই যদি ক্যাম্পাসে আসতে হয় তবে ঈদের ছুটি দিয়ে লাভ কী? এতে আমাদের ভোগান্তি বাড়বে। ঈদ উপভোগের পরিবর্তে আমাদের ক্যাম্পাসে আসার প্রস্তুতি নিতে হবে।’

তবে ৪ আগস্ট থেকে ক্যাম্পাস ছুটি হলেও তার আগে দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় ইতোমধ্যে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

ফারুক হোসেন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।