ইবি আবৃত্তি সংগঠনের সভাপতি কানন সম্পাদক রোজা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:২২ পিএম, ৩১ জুলাই ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সংগঠনের বার্ষিক সম্মেলনে ২০১৯-২০ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এতে ফোকলোর স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলমগীর অভ্র কাননকে সভাপতি এবং ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আফরোজা রোজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ওয়ারেসুন্নেসা মেমি, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল্লাহ মেহেদী, সাংগঠনিক সম্পাদক নাঈমা পারভীন নীলা, দফতর সম্পাদক জামশেদ হোসেন, সাহিত্য সম্পাদক হায়াতে জান্নাত, তথ্য প্রযুক্তি সম্পাদক জান্নাতুল ফেরদাউস মীরা, অনুষ্ঠান সম্পাদক মাসুম আলভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি আতিকুর রহমান। এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন স্মৃতি পাল, প্রিয়াংকা কুন্ডু, ঋতু দত্ত ও জামিউল ইকবাল।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি ২০১৯-২০ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করেন। নির্বাচক কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের খুলনা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু, আবৃত্তি আবৃত্তি’র উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. নাইমুল ইসলাম এবং সদ্য সাবেক সভাপতি আইনুন নাহার।

সোহাগ ফেরদৌস/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।