শিক্ষার্থীদের জন্য অভিযোগ বক্স বসাল ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ৩১ জুলাই ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শের জন্য অভিযোগ বক্স স্থাপন করেছে শাখা ছাত্রলীগ। বুধবার বেলা ১১টায় অনুষদ ভবনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবন, আবাসিক হল, চিকিৎসাকেন্দ্র ও প্রশাসন ভবনে এ বক্স স্থাপন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ক এবং ছাত্র সংগঠনসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে পরামর্শ দিতে পারবেন শিক্ষার্থীরা।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়া ছাত্র-উপদেষ্টা পরেশ চন্দ্র বর্মণ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, অভিযোগ বক্সের মাধ্যমে যে কেউ নাম প্রকাশ করে বা গোপন করে যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। বক্সে পাওয়া সবগুলো অভিযোগ আমলে নেয়া হবে। যে অভিযোগগুলো আমরা সমাধান করতে পারব সেগুলো আমরা সমাধান করব বাকিগুলো প্রশাসনের কাছে প্রেরণ করব। ছাত্রলীগ সবসময় ছাত্রদের এবং বিশ্ববাদ্যালয়ের ভালোর জন্য কাজ করে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। ছাত্রবান্ধব আমাদের এসব কর্মসূচি অব্যাহত থাকবে।

সোহাগ ফেরদৌস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।