ফেনসিডিলসহ বেরোবি কর্মকর্তা গ্রেফতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ৩০ জুলাই ২০১৯

দুই বোতল ফেনসিডিলসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা মোক্তারুল ইসলামকে গ্রেফতার করেছে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় বিরামপুরের কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রাম থেকে তাকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খুরশিদ আলম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় দুই বোতল ফেনসিডিলসহ মোক্তারুলকে গ্রেফতার করা হয়। পরের দিন রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মো. আতিউর রহমান বলেন, আমরা বিষয়টি মৌখিকভাবে শুনেছি। অফিসিয়ালি জানলে অবশ্যই বিধি মোতাবেক তাকে শাস্তি দেয়া হবে।

সজীব হোসাইন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।