রাবি ভিসির সঙ্গে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালকের মতবিনিময়


প্রকাশিত: ১১:২৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশের অন্যতম সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন তিনি।  

এ সময় রাবির শিল্প-সংস্কৃতি চর্চা, পঠন-পাঠন ও গবেষণা সম্পর্কে আলোচনা করেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়কে বেঙ্গল ফাউন্ডেশনের প্রকাশনাসমূহ (বই-পুস্তুক ও অডিও-ভিজ্যুয়াল সামগ্রী) উপহার দেন লুভা নাহিদ চৌধুরী ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাবি গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদী ও সঙ্গীত বিভাগের সভাপতি ড. অসিত রায় প্রমুখ।

রাশেদ রিন্টু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।