ডেঙ্গুতে ঢাবি কর্মচারীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৩:১২ এএম, ২৩ জুলাই ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী মারা গেছে। সোমবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির নাম নাঈম হাসান টিটু।

তিনি বিশ্ববিদ্যালয় প্রকৌশল দফতরের বিদ্যুৎ সেকশনের কর্মচারী ছিলেন। নাঈম হাসান কার্জন হল এলাকায় কর্মচারীদের কোয়ার্টারে থাকতেন বলে জানা গেছে। শেখ ফরিদ নামের এক সহকর্মী জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাঈম হাসান টিটু ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন। রাত ৯টার দিকে চিকিৎসক জানিয়েছেন টিটু মারা গেছে।

ঢামেকের এক চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমি এ ধরনের কোনো তথ্য পায়নি। খোঁজ নিয়ে বলতে পারব।’

এমএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।