ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি ক্লাবের ১৯ বছর পূর্তি উপলক্ষে ‘ফটোফেস্ট এশিয়া’ শিরোনামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত চলা এ প্রদর্শনীতে ১১টি দেশের চিত্রগ্রাহকরা অংশ নিচ্ছেন।
রোববার সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের খ্যাতনামা চিত্রগ্রাহক শোয়েব ফারুককে ‘আজীবন সম্মাননা’ দেয়া হয়।
প্রায় আট হাজার ছবির মধ্যে তিনটি ক্যাটাগরিতে ৮৭টি ছবি চূড়ান্ত প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত ছবির মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বাছাই করে তাদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের সঞ্চালক সাইয়েদ আলম এবং নাহরিন বিনতে রব ছাড়াও ক্লাবের সদস্যরা অংশ নেন।
এমআরএম/পিআর