সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে শাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৮ জুলাই ২০১৯

২০২০-২১ সেশন থেকে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন (শাবিপ্রবি)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ১৫৭তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সময় কম থাকায় ২০১৯-২০ সেশনে যাওয়া সম্ভব নয়, তবে ২০২০-২১ সেশন থেকে যাব। এক্ষেত্রে পরীক্ষা পদ্ধতিতে এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তাছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ আলোচনা করে নীতিমালা প্রণয়ন করা হবে। আজ বৃহস্পতিবার উপাচার্যদের বৈঠকে এই প্রস্তাবগুলো উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।