জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন আর সেই বদনাম নেই : ভিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৭ জুলাই ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘২০১৩ সালের আগে এই বিশ্ববিদ্যালয়ের অনেক বদনাম ছিল। অনেক নেতিবাচক সংবাদ হতো গণমাধ্যমে। কিন্তু দীর্ঘ পরিকল্পনা আর নিরলস পরিশ্রমের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে এখন একটি জায়গায় দাঁড় করানো গেছে। এখন আর সেই বদনাম নেই। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ইমেজ তৈরি করা হয়েছে। সবার কাছে এখন এটি সমাদৃত।’

বুধবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিনেট হলে ‘আইসিটি বেসিকস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট’ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে প্রযুক্তির নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবর্তনের ধারার সাথে সাথে চলতে হবে। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে আমাদের খাপ-খাইয়ে নিতে হবে।’

প্রফেসর হারুন-অর-রশিদ বলেন, ‘বাংলাদেশে একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-ফাইলিং এর কাজ চালু হয়েছে। দেশের আর কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অফিস ম্যানেজমেন্টে ই-ফাইলিং সিস্টেম চালু হয়নি। দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় এর বিকল্পও নেই। কারণ একটি কেন্দ্রীভূত প্রশাসন দিয়ে বিশাল পরিসরের এই বিশ্ববিদ্যালয় পরিচালনা অসম্ভব। এ কারণেই এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্টাফকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।’

উপাচার্য বলেন, ‘এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হতো সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে। যারা কোনো বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ না পেতো তারা এখানে ভর্তি হতো। এখন আর সেই সুযোগ নেই। এখন সেপ্টেম্বরের মধ্যেই আমরা ভর্তি পরীক্ষা নিয়ে ফেলি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে ম্যাটার অব চয়েজ অনুুযায়ী। যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়বে সিদ্ধান্ত নিয়ে এখানে ভর্তি হতে হবে।’

তিনি বলেন, ‘সকল বাধা পেরিয়ে এই বিশ্ববিদ্যালয় এগজিস্ট করেছে। আর অনেক ভালোভাবেই এই বিশ্ববিদ্যালয় এগজিস্ট করবে। শিক্ষার মান উন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে। সিইডিপির মাধ্যমে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারা বিদেশে গিয়েও প্রশিক্ষণ নিচ্ছেন। এর মাধ্যমে আমরা বিশ্বমানের শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি।’

ট্রেনিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেনিং প্রোগ্রামের কোর্স উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান ও ট্রেনিং প্রোগ্রামের কোর্স কো-অর্ডিনেটর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

এমএইচএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।