রাবির বড় কুঠির মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল চান শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৫:০২ এএম, ১৭ জুলাই ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম প্রশাসনিক ভবন ‘বড় কুঠি’ সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে মালিকানা হস্তান্তর বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল চান বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। যদি বাতিল না করা হয় তাহলে যেকোনো পদক্ষেপ নেয়া হবে বলে শিক্ষক সমিতির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার রাতে শিক্ষক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম ফারুকী।
তিনি বলেন, ‘সভার ৬ নং এজেন্ডার আলোকে শিক্ষকদের সর্বসম্মতিক্রমে বড় কুঠি হস্তান্তর নিয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল করতে হবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। যদি প্রশাসন এই বিষয়টি মেনে না নেন তাহলে পরবর্তী পদক্ষেপ নেব আমরা।’

তিনি বলেন, ‘৩ জন সিন্ডিকেট সদস্য নোট অব ডিসেন্ট দিলেও প্রথমে বিশ্ববিদ্যালয় উপাচার্য সেটি অস্বীকার করেছেন। এরপর আবারও সিন্ডিকেট সদস্যরা লিখিত দিয়েছেন বিষয়টি নিয়ে। তবুও সংস্কৃত মন্ত্রণালয়কে বড় কুঠির মালিকানা দেয়ার সিদ্ধান্ত পাশ করা হয়েছে। এমন অবিবেচক সিদ্ধান্ত কোনো ক্রমেই কাম্য নয়।’ তাছাড়া বিষয়টি নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে একেক সময় একেক রকম কথাও বলেছেন উপাচার্য বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, সংস্কৃত মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয়ের ৪৯১তম সিন্ডিকেটে বড় কুঠি সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন শিক্ষকরা।

সালমান শাকিল/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।