প্রক্টরের আশ্বাসে সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৬ জুলাই ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ২টায় সাত কলেজের একটি প্রতিনিধি দল প্রক্টরের কার্যালয়ে আলোচনায় বসে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ২০১৭-১৮ সেশনের সমস্যা নিয়ে প্রক্টরের সঙ্গে কথা বলেন।

আলোচনা শেষে ঢাকা কলেজের ছাত্র ইমরান বলেন, প্রক্টর আমাদের আশ্বাস দিয়েছেন, যারা নট প্রমোটেড, তাদের পরবর্তী বর্ষে উত্তীর্ণের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা নেয়ার বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম আছে। তবে আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

এর আগে টানা দুই দিন নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।