ইবি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদে অসঙ্গতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৩ জুলাই ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক মাহবুব হোসেনের মুক্তিযোদ্ধা সনদে অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানতে পারে, গেজেটে মাহবুব হোসেনের সনদ নং ম-১৬৪১৭০ এবং ম-১৬১১৭৭। তবে মাহবুব হোসেনের দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ নং ১৬৪১৭৭। এছড়া মাহবুব হোসেনের দাখিলকৃত এসএসসি পরীক্ষার সনদে জন্মতারিখ রয়েছে ২১/০১/১৯৫৯। অথচ মুক্তিযোদ্ধার সনদে জন্মতারিখ ১/৭/১৯৫৫। এসব তথ্য গরমিল থাকায় বিষয়টি যাচাই-বাছাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ রশিদুজ্জামান।

কমিটিকে যত তাড়াতাড়ি সম্ভব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোহাগ ফেরদৌস/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।