প্রশাসনের দোটানায় বেরোবির পরিচয়পত্র


প্রকাশিত: ০৪:০১ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেয়া হলেও দেড় বছরেও মিলছে না বহুল প্রত্যাশিত ডিজিটাল পরিচয়পত্র।

কবে নাগাদ পরিচয়পত্র দেয়া হবে সেটা নিয়েও চলছে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দোটানা। ফলে পরিচয়পত্র না পেয়ে শিক্ষার্থীদের মধ্যে গভীর অসন্তোষ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাধিক ভুক্তভোগী ছাত্রছাত্রী জাগো নিউজকে জানান, দেড় বছর ধরে ঘোরাঘুরি করেও পরিচয়পত্র পাচ্ছি না। পরিচয়পত্র না থাকায় নিজেদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দাবি করতে পারছি না। এছাড়াও বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। কিন্তু পরিচয়পত্রের অভাবে সেই সুযোগ-সুবিধাগুলো নিতে পারছে না বলে দাবি শিক্ষার্থীদের।

এ ব্যাপারে ছাত্রীদের আবাসিক হলের (শেখ ফজিলাতুন্নেসা মুজিব) প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ জাগো নিউজকে বলেন, হল থেকেই শিক্ষার্থীদের পরিচয়পত্র দেয়া হবে। তবে কবে নাগাদ পরিচয়পত্র দেয়া হবে সেটা তিনি জানাতে পারেননি।

পরিচয়পত্র প্রদানে হল প্রশাসনের সিদ্ধান্তহীনতা এবং উদাসীনতাকে দায়ী করে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত নিবন্ধক (রেজিস্ট্রার) মোর্শেদ উল আলম রনি জাগো নিউজকে জানান, হল প্রশাসনের পরিচয়পত্র দেয়ার কথা ছিল কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও তারা এই বিষয়ে কোনো উদ্যোগ না নেয়ায় পরিচয়পত্র দিতে নতুন কমিটি করে দেয়া হয়েছে।

পরিচয়পত্র প্রস্তুত কমিটির প্রধান অ্যাকাডেমিক শাখার সহকারী নিবন্ধক (রেজিস্ট্রার) খন্দকার গোলাম মোস্তফা জাগো নিউজকে জানান, পরিচয়পত্র প্রস্তুতের কাজ চলছে। দ্রুতই শিক্ষার্থীদের প্রদান করা হবে। তবে তিনিও নির্দিষ্ট করে জানাতে পারেননি কবে পাচ্ছে শিক্ষার্থীরা পরিচয়পত্র।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।