বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু শুক্রবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১১ জুলাই ২০১৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ব্যাচেলর অব আর্টস (বিএ) ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) ২০১৮ সালের পরীক্ষা আগামী ১২ জুলাই (শুক্রবার) থেকে শুরু হচ্ছে।

দেশের বিভিন্ন কলেজে ২৭৩টি পরীক্ষা কেন্দ্রে সেমিস্টার ভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৭৭ হাজার ৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

নির্ধারিত রুটিন অনুযায়ী চলতি বছরের ১৮ অক্টোবর পরীক্ষা শেষ হবে। শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক ড. মহা. শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।