২৪ ঘণ্টা পর ছেড়ে দেয়া হবে বাচ্চা অজগরটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১০ জুলাই ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বার্মিজ পাইথন প্রজাতির একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। দুই ফুট দৈর্ঘ্যের সাপটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন মেডিকেল সংলগ্ন শাহ আলমের বাসা থেকে বুধবার বিকেলে উদ্ধার করে স্নেক হাউজে নিয়ে আসা হয়।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রফিক। বাচ্চা সাপটি দেখার পর তাকে জানানো হয়। পরে বিভাগের শিক্ষককের সঙ্গে কথা বলে সেটি উদ্ধার করে আনেন।

২৪ ঘণ্টা পর ছেড়ে দেয়া হবে বাচ্চা অজগরটি

তিনি জাগো নিউজকে বলেন, সাপটি সুস্থ আছে। ধারণা করা হয়েছে জন্মের পর খাবারের সন্ধানে বাসায় আশ্রয় নেয় সাপটি। বর্তমানে স্নেক হাউজে এনে খাবার দেয়া হচ্ছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর সাপটি পাহাড়ে ছেড়ে দেয়া হবে।

আবদুল্লাহ রাকীব/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।