জঙ্গি সন্দেহে বুয়েটের দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার


প্রকাশিত: ১১:০২ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ প্রকৗশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছেন প্রশাসন। শুক্রবার দুপুরে শৃঙ্খলা ভঙ্গের কারণে হল থেকে তাদের বহিষ্কার করা হয়। এ নিয়ে হলের নোটিশ বোর্ডে একটি নোটিশ টানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- হলের এক্সট্রেনশন-২ এর মোহাম্মদ নুর উদ্দিন  এবং ২০০৭ নং কক্ষের আবু বারাকাত মোহাম্মদ রফিকুল হাসান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক দেলোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

BUETতিনি বলেন, বেশ কিছু প্রমাণের ভিত্তিতে তাদের হল থেকে সাময়িক বহিষ্কারের জন্য সহকারি প্রভোস্টকে নির্দেশ দেয়া হয়েছিল। সহকারি প্রভোস্ট তাদের হল থেকে দুপুরে সাময়িক বহিষ্কার করেন। উপাচার্য অধ্যাপক খালেদা ইকরাম এখন দেশের বাহিরে আছেন। তিনি দেশে ফিরলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির মাধ্যমে তাদের ব্যাপারে চুড়ান্ত ব্যবস্থা নেয়া হবে। তবে বহিষ্কৃত দুই ছাত্র বর্তমানে কোথায় আছেন তিনি তা জানেন না বলে দাবি করেছেন।

এমএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।