পলাশী মোড়ে হঠাৎ ব্যারিকেড

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১০ জুলাই ২০১৯

পলাশী মোড়ে প্রবেশ পথ বন্ধ করে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বুধবার সকাল ৭টায় ব্যারিকেড বসিয়ে অবস্থান নেন তারা।

পূর্ব ঘোষণা ছাড়াই রাস্তা বন্ধ করে দেয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের উদয়ন ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকসহ অসংখ্য মানুষের সমস্যায় পড়তে হয়। অনেকেই আজকের মতো ভেতরে প্রবেশ করতে দেয়ার অনুরোধ জানালেও অবরোধকারী শিক্ষার্থীরা তা শোনেননি।

এ প্রতিবেদক শিক্ষার্থীদের কাছে রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে তারা জানান, ক্যাম্পাসে কোনো অবৈধ গাড়ি চলতে দেয়া হবে না।

পূর্ব কোনো ঘোষণা ছিল কি-না জানতে চাইলে কয়েকজন টিপ্পনীর সুরে বলেন, ‘আমাদের ইচ্ছা আমরা ক্যাম্পাসের রাস্তা বন্ধ রাখব।’ তবে ক্যাম্পাসের অন্যান্য প্রবেশপথ খোলা ছিল।

উদয়ন স্কুলের একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাঝে মধ্যে হুটহাট রাস্তা বন্ধ করে দেয়। এতে সমস্যায় পড়তে হয় আমাদের।’

এমইউ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।