ছাত্রীদের উত্ত্যক্ত : ঢাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধারণ শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে থানায় সোপর্দ করেছে প্রক্টরিয়াল টিম। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটক শিক্ষার্থীর নাম আব্দুল ওয়াহেদ। তিনি আরবি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থী বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিব্রত করতো। এর আগেও সে ফেসবুকে নানা ধরনের বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিল। আজ কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে মারধর করতে চায়। তখন আমরা প্রক্টরিয়াল বডির মাধ্যমে তাকে থানায় দিয়েছি। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

জানা গেছে, ওয়াহেদ বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দিতেন। ধর্মীয় স্পর্শকাতর বিষয় নিয়েও মন্তব্য করতেন। এ ছাড়া ছাত্রীদের ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বার্তা দিতেন। মানসিকভাবে বিপর্যস্ত ওয়াহেদ আত্মহত্যা করারও হুমকি দিতেন।

ভুক্তভোগী আইন বিভাগের ২য় বর্ষের ছাত্রী জানান, রাতের বেলা ওয়াহেদ বিভিন্ন বাজে মন্তব্য করে তাকেসহ অনেককে উত্ত্যক্ত করতো। মূলত এসব কারণেই তাকে পুলিশে দেয়া হয়েছে।

এমএইচ/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।