জবির নতুন ক্যাম্পাসের জন্য ৯শ কোটি টাকার চেক হস্তান্তর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০২ জুলাই ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্পর জন্য প্রায় ৯শ কোটি টাকার চেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ (মঙ্গলবার) উপাচার্যের কার্যালয়ে ৮৯৯ কোটি ৮৫ লাখ টাকার চেকটি হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়র প্রকল্প পরিচালক ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স দপ্তরের পরিচালক সেলিম খান।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী নাসির উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছরের অক্টোবরে ভূমি মন্ত্রণালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি মৌজায় প্রায় ২০০ একর ভূমির ওপর নতুন ক্যাম্পাস নির্মাণের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের জন্য এক হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকার প্রকল্প অনুমোদন করে সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

ইমরান খান/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।