ঢাবি নৃত্যকলা বিভাগে নৃত্য শ্রেণিকক্ষ উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নব-প্রতিষ্ঠিত নৃত্যকলা বিভাগে নৃত্য শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ১০৩৩ নং কক্ষটি ভারতীয় দূতাবাসের অর্থায়নে নৃত্যের উপযোগী করে সুসজ্জিত করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ কক্ষটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নৃত্যকলার মাঝে সব জ্ঞান-বিদ্যা বিশেষ করে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, চারুকলা যুক্ত হয়ে আছে।
নৃত্যকলা বিভাগের জন্য ভারতীয় দূতাবাসের সহায়তায় কক্ষটি সুসজ্জিত করায় ভারতীয় হাইকমিশনকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, ভারত সরকারের আর্থিক সাহায্য-সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সাহায্য-সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারত সরকার সাহায্য-সহযোগিতা করে আসছে। উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নৃত্যকলা বিভাগে তাদের যে সাহায্য-সহযোগিতা শুরু হলো তা আগামীতে অব্যাহত থাকবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন এই নৃত্যকলা বিভাগ দ্রুত সম্প্রসারিত হবে এবং এর শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।
এমএইচ/এসআইএস/পিআর