ইবির বাজেট বরাদ্দ কমেছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ১১:৫৪ এএম, ৩০ জুন ২০১৯

আগামী অর্থবছরের (২০১৯-২০২০) জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) ২৪৭ কোটি ৫৪ লাখ টাকা দাবির বিপরীতে মাত্র ১৩৭ কোটি ১৬ লাখ টাকার বাজেট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। যা গত অর্থ বছরের তুলনায় ৯৯ লাখ টাকা কম। ২০১৮ -১৯ অর্থ বছরে দেয়া হয়েছিল ১৩৮ কোটি ১৫ লাখ টাকা।

শনিবার (২৯ জুন) বিকেলে প্রশাসন ভবনে ২০১৮-২০১৯ অর্থবছরের সংশোধিত এবং ২০১৯-২০২০ অর্থবছরের মূল অনুন্নয়ন বাজেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকরীর কাছে হস্তান্তর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত ২৪৫ তম সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদন হয়।

জানা যায়, গত অর্থবছরের জন্য ইউজিসির কাছে ২২৩ কোটি ৪১ লাখ টাকা দাবি করে ইসলামী বিশ্ববিদ্যালয়। এর বিপরীতে ইউজিসি মাত্র ১৩৮ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ করেছে।

অথচ ২০১৯-২০২০ অর্থবছরের ইবির দাবিকৃত ২৪৭ কোটি ৫৪ লাখ টাকার বিপরীতে মাত্র ১৩৭ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ করেছে ইউজিসি। অথচ এবার গত অর্থবছরের তুলনায় চাহিদা ২৪ কোটি ১৩ লাখ টাকা বেশি বরাদ্দের আবেদন করা হয়।

এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা বলেন, ‘গত অর্থবছরে প্রথমে ১৩৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিলেও পরে সম্পূরক বাজেটে বৃদ্ধি পেয়ে ১৩৮ কোটি ১৫ লাখ হয়। আশা করি এবারও চাহিদার আলোকে সম্পূরক বাজেটের আকার আরও বাড়বে।’

উল্লেখ্য, ১৯৯৫-১৯৯৬ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ পর্যন্ত মোট ২৩টি অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাজেট ঘাটতি ৭০ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকায় উন্নীত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা সূত্রে জানা গেছে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।