অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ঢাবি শিক্ষক সমিতির


প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর অশোভনীয় বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অর্থমন্ত্রীকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার সন্ধ্যায় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষকরা এ দাবি জানান।

বিবৃতিতে, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জ্ঞানের অভাব ও পদোন্নতির কোনো নীতিমালা নেই’ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এরকম বক্তব্যকে অবিবেচনাপ্রসূত ও অসংলগ্ন উল্লেখ করে এ বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মন্ত্রী হিসেবে নেয়া শপথে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কারো প্রতি কোনো আচরণ করবেন না।’ অথচ তার বর্ণনা ও অঙ্গভঙ্গির মাধ্যমে এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে মন্ত্রী হিসেবে নেয়া তার শপথ ভঙ্গ করেছেন বলে শিক্ষকরা মনে করেন।

এরই পরিপ্রেক্ষিতে তিনি মন্ত্রী হিসেবে থাকার সকল নৈতিক ও সাংবিধানিক অধিকার হারিয়েছেন। তাই শিক্ষকরা তাকে অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।