মেধাবীদের সংবর্ধনা দেবে গুলশান কমার্স কলেজ


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে গুলশান কমার্স কলেজ। একই সঙ্গে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করা হবে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে নবীন শিক্ষার্থীদের বরণ করতে এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বক্কর ছিদ্দিক। এছাড়া  বিশেষ অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সালাম হাওলাদার ।  বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈন উদ্দিন খান অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।

গুলশান কমার্স কলেজ যাত্রা শুরু করে ২০০৪ সালে। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা দেখিয়ে আসছে। রাজধানীর মধ্য বাড্ডায় কলেজটি শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।