ভিসি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, দাবি সিরাজুল ইসলাম চৌধুরীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিন কারণে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। এরশাদ সরকারের আমলে ভিসি হতে চাননি তিনি। ভিসি না হতে চাওয়ার তিন কারণের এটি অন্যতম বলে জানিয়েছেন এই শিক্ষাবিদ।

রোববার (২৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মিলনায়তনে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাজ-রূপান্তর অধ্যয়ন কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট এই শিক্ষাবিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাকে যখন ভাইস চ্যান্সেলর হওয়ার প্রস্তাব করা হয় তখন তা আমি তিন কারণে ফিরিয়ে দিয়েছি। প্রথমত, আমি এরশাদের আমলে ভিসি হতে পারি না। আমার ছাত্র জিয়া উদ্দিন বাবুল তখন ডাকসুর সেক্রেটারি ছিল, সে আমার জন্য সুপারিশ করার কথা বলে। তখন আমি তাকে বলি, তুমি যদি আমার ছাত্র হয়ে থাকো তাহলে এ কাজ করো না। ডিজিএফআই ও স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা বলে, আমার নাম সবার ওপরে দেয়া হয়েছে।’

‘দ্বিতীয়ত, আমি যখন ডিন ছিলাম তখন উপলব্ধি হয়েছে প্রশাসন আমার কাজ নয়। কারণ নানা ধরনের প্রমোশন, নিয়োগের সুপারিশ নিয়ে সবাই আসত। যার কারণে আমি বাসায় থাকতাম। কিন্তু তখন বিচ্ছিন্ন মনে হতো। ভিসি হলে আমি এই বিচ্ছিন্নতা মেনে নিতে পারব না।’

তৃতীয় কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ছাত্রীরা হলে গাদাগাদি করে থাকবে, ছাত্ররা গেস্টরুমে নির্যাতনের শিকার হবে আর আমি ভিসির বড় বাংলোতে থাকব সেটা মেনে নিতে পারব না। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলে সে বলে, আমি লেকচারার সিরাজুল ইসলাম চৌধুরীকে বিয়ে করেছি।’

এমএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।