জাবির অগ্রযাত্রায় সকলকে অংশীদার হওয়ার আহ্বান উপাচার্যের

দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলকে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমুল বদলে দেয়ার যে প্রকল্প গ্রহণ করেছেন, তা বাস্তবায়ন করে এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে।

রোববার বেলা সাড়ে ১১টায় দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ কর্তৃক আয়োজিত ঈদ উত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

ড. ফারজানা ইসলাম আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নে দৃষ্টি দিয়েছেন। এ লক্ষ্যে তিনি সাড়ে চৌদ্দশ কোটি টাকার বেশি আর্থিক বরাদ্দ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলকে অংশীদার হওয়ার আহ্বান জানাই।

অধ্যাপক ড. এ এ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন, সাবেক প্রো-উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শে অনুসারী সকল শিক্ষক ঐক্যবদ্ধ হয়েছেন। এখন সকলকে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

হাফিজুর রহমান/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।