দীর্ঘ ছুটিতে রাবি, দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে ১৯ দিন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ৩০ মে ২০১৯

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ছুটি হয়েছে। পূর্ব নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১২টা মধ্যে হল খালি করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৩ জুন পর্যন্ত হল বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম ২ জুন (রোববার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

আর আগামী ২৩ জুন (রোববার) সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে।

সালমান শাকিল/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।