জবি উপাচার্যের সঙ্গে ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষাৎ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চিনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্য শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

রোববার (২৬ মে) চীনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যবিশিষ্ট শিক্ষকদের দলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের গবেষণাগার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

JNU-1

এ সময় উভয়পক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ চুক্তিতে একমত হন।

লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মনিরা জাহানসহ বিভিন্ন বিভাগের শিকক্ষরা উপস্থিত ছিলেন।

ইমরান খান/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।