শাবিপ্রবিতে সোমবারের আন্দোলন স্থগিত


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

এক শিক্ষার্থীর মৃত্যুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে আন্দোলনে থাকা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ সোমবার আন্দোলন স্থগিত করেছেন।

রোববার র‌্যালি পরবর্তী সমাবেশ থেকে এ ঘোষণা দেন ওই পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম।

তিনি বলেন, শাহরিয়ার মজুমদারের মৃত্যুতে আমরা শোকাহত। তার প্রতি শোক জানিয়ে আগামীকাল সোমবার একদিনের জন্য তাদের সকল কর্মসূচি স্থগিত করছি। কাল (সোমবার) দুপুরে একটি শোকর‌্যালি করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শোক র‌্যালির পরে আবারো উপাচার্যের অপসারণ দাবিতে নতুন কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তিনি।

দুপুর ১২টার দিকে র‌্যালিটি টিচার্স ক্যান্টিন থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন-২ ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক আনোয়ারুল ইসলাম সহ অর্ধ-শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এদিকে উপাচার্যের অপসারণ দাবি ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পূর্ব ঘোষিত রোববার পূর্ণদিবস কর্ম বিরতি পালন করছেন তারা।

উল্লেখ্য, গত রোববার ভিসির অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দরা প্রশাসনিক ভবন-২ এর সমানে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা করে ব্যানার কেড়ে নেয়। এ ঘটনায় ইউনুছসহ ৭ জন শিক্ষক আহত হন।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।