বেরোবির উইমেন জেন্ডার স্ট্যাডিজ বিভাগের নাম পরিবর্তন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উইমেন অ্যান্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের নাম পরিবর্তন করে ‘উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিভাগটির সভাপতি ও সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ৬১তম সিন্ডিকেট সভায় এ বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

সবক্ষেত্রে নতুন নাম ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন বিভাগটির সভাপতি ও সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।

অনেকদিন ধরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিভাগটির নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের সেই দাবি পূরণ হলো।

সজীব হোসাইন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।