পদবঞ্চিতদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৪ মে ২০১৯

পদবঞ্চিতদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ। মঙ্গলবার রাতে সিনিয়র সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়ের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিকে সরেজমিন তথ্য-উপাত্ত সংগ্রহ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দফতর সেলে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এর আগে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে যান পদবঞ্চিতরা। এ সময় পদপ্রাপ্তদের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে রাত পৌনে ৮টার দিকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পদবঞ্চিতদের ওপর হামলা চালায় শোভন-রাব্বানীর অনুসারীরা।

চেয়ার ছুড়াছুড়ি করে উভয়পক্ষ। শোভন-রাব্বানীর অনুসারীদের হামলায় নারী নেত্রীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।