ঢাবিতে আবারো ছাত্রীর শ্লীলতাহানি : দুই বখাটেকে পুলিশে সোপর্দ


প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারো ছাত্রীর শ্লীলতাহানি ঘটনা ঘটেছে। পরে বহিরাগত দুই বখাটেকে পিটিয়ে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভূক্তভোগী শিক্ষার্থী শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন।

আটকরা হলেন- যাত্রবাড়ীর কাগজ ব্যবসায়ী মো. ইমরুল হাসান টিটু (৩০) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার কয়লা ব্যবসায়ী হাবিবুর রহমান (২৯)।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় টিএসসির পায়রা চত্বরে সহপাঠীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী ও তার সহপাঠীরা। এ সময় বখাটে টিটু ও হাবিব ওই ছাত্রীকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রীর সহপাঠীরা চলে গেলে বখাটেরা পিছু নেয় এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। এর এক পর্যায়ে ফোন নম্বর চায়। ফোন নম্বর দিতে অপরাগতা প্রকাশ করলে তারা গায়ে হাত দেয়ার চেষ্টা করে। পরে ওই ছাত্রী মোবাইল ফোনে বিষয়টি তার হলে থাকা বন্ধুদের জানালে বন্ধুরা এসে দুই বখাটেকে হাতেনাতে ধরে ফেলে এবং ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী জড়ো হয়ে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে অভিহিত করলে শাহবাগ থানা পুলিশ এসে তাদের আটক করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বলেন, আমরা ঘটনাটি শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে সেখানে পাঠিয়েছি। পরে দুইজনকে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করা হয়। ভূক্তভোগী শিক্ষার্থী ওই ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছে।

শাহবাগ থানার ওসি (তদন্ত) মো. জাফর আলী বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে দুই বখাটেকে আটক করে থানায় আনা হয়েছে। ওই ছাত্রী এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। পরবর্তীতে আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার রাতে টিএসসি এলাকায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক ছাত্রী ও পপুলেশন সায়েন্সেস বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানি করে বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের তিন শিক্ষার্থী। ওই ঘটনায় জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএইচ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।