সময় বেড়েছে ঢাবি কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের পাঠকসেবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৭ মে ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের পাঠকসেবার সময়সূচি বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সোমবার (৬ মে) ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ও শনিবার পাঠকসেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে। আগামী ১৬ জুন থেকে পরিবর্তিত সময়সূচি কার্যকর হবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার দুটি সকাল ৮টায় খুলে রাত ৯টায় বন্ধ হয়। শুক্রবার বিকেল ৩টায় খুলে রাত ৮টায় বন্ধ হয়ে যায়। শনিবার সকাল ১০টায় খুলে রাত ৮টায় বন্ধ হয়ে যায়। এ ছাড়া সরকারি ছুটির দিনে গ্রন্থাগারটি পুরোপুরি বন্ধ রাখা হয়।

ডাকসু নির্বাচনের আগে বিভিন্ন সংগঠনের ইশতেহারে গ্রন্থাগারের সময়বৃদ্ধির কথা উল্লেখ ছিল। তারই ধারাবাহিকতায় নির্বাচিত ডাকসু প্রতিনিধিরা ভারপ্রাপ্ত গ্রন্থাগারিককে গ্রন্থাগারের সময়সূচি বাড়ানোর জন্য অনুরোধ করেন।

এমএইচ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।