জাবিতে ফেলো হিসেবে যোগ দিচ্ছেন ক্যাথি এ. বেকার


প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

আমেরিকার ওরিগন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ক্যাথি এ. বেকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ফুলব্রাইট ফেলো হিসেবে যোগ দিচ্ছেন।

আমেরিকান দূতাবাসের ব্যুরো অব অ্যাডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর কর্মকর্তা জর্জ মেসথোস বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা জানান।

আমেরিকান সেন্টারের সহায়তায় ক্যাথি এ. বেকার ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ইংরেজি ভাষা শেখার ব্যাপারে সহায়তার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ভাষাশিক্ষা কেন্দ্রেও ইংরেজি ভাষা শেখার বিষয়ে সহায়তা করবেন।

এসময় উপাচার্য ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে বিশেষ সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমেরিকান দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান। সাক্ষাতকালে আমেরিকান দূতাবাসের কর্মকর্তা রাইহানা সুলতানা ও ইংরেজি বিভাগের চেয়ারপারসন তানিয়া শারমীন উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।