জবির সমাবর্তনের শেষ সময় ১৬ মে, স্নাতক রেজাল্ট হলেই আবেদন

স্নাতক ফলাফল পেলেই জগন্নাথ বিশ্ববিদ্যিালয়ের (জবি) প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়েল ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ১৬ মে পর্যন্ত যেসব বিভাগের শিক্ষার্থীরা স্নাতকের ফলাফল পাবেন তারাই রাত ১২টার আগে রেজিস্ট্রেশন করতে পারবেন। নবম ব্যাচ (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) এই সমাবর্তনের সুযোগ পাবেন। তবে যেসব বিভাগে এখনো ফলাফল হয়নি সেসব বিভাগের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন না। যদি কোনো বিভাগের দশম ব্যাচের (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা স্নাতকের চূড়ান্ত ফলাফল পেয়ে থাকেন বা ১৬ মে এর আগে ফলাফর পেয়ে থাকেন তাহলে তারা আবেদন করে সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত প্রায় ১৬ হাজার শিক্ষার্থী সমাবর্তনের চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। সমাবর্তনের তারিখ আগামী ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল।

ইমরান খান/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।