জবিতে চতুর্থ ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০২ মে ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চতুর্থ ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলার স্পোর্টস গ্রাউন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে জায়গা সংকট থাকার কারণে খেলাধুলার পর্যাপ্ত জায়গা নেই। তারপরও শিক্ষার্থীরা বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করছে। তবে কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য অত্যাধুনিক মাঠ-সংবলিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। নতুন ক্যাম্পাস হয়ে গেলে শিক্ষার্থীদের খেলাধুলার আর কোনো সমস্যা থাকবে না। তিনি ইনডোর প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের নৈশভোজের আমন্ত্রণ জানান।

ক্রীড়া উপ-কমিটির (ইনডোর গেমস) আহ্বায়ক ড. মোহাম্মদ আরিফউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগমসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং শারীরিক শিক্ষাকেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষাকেন্দ্রের উদ্যোগে ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে ২ মে পর্যন্ত চলে বিশ্ববিদ্যালয়ে এই ইনডোর গেমস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে ১৪টি ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মো. ইমরান/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।