ধর্ম নিয়ে সতর্কতা জারি জবি প্রশাসনের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

ধর্ম নিয়ে সতর্কতা জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণের পর ধর্ম নিয়ে কটূক্তির বিষয়ে কঠোর ভূমিকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কারো বিরুদ্ধে ধর্ম নিয়ে কোনো বক্তব্য বা মন্তব্য করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের স্বাক্ষরে রোববার বিজ্ঞপ্তিতে ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন বা আঘাত করে কোনো প্রকার বক্তব্য, লেখা, লিফলেট, পোস্টার, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাপানো-স্ট্যাটাস প্রদান থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।

কারো দ্বারা এরূপ কোনো কার্য সম্পাদনের অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জবি বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহাদকে ১২ এপ্রিল গ্রেফতার করে পুলিশ। গ্রেফতের পর আদালত তার দুই দিনে রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। হযরত মুহাম্মদ (স.) কে কটূক্তির অভিযোগে ফাহাদের ফাঁসির দাবিতে ক্যাম্পাসে কয়েকদিন বিক্ষোভ মিছিল করে একটি ধর্মভিত্তিক ছাত্র সংগঠন।

ইমরান খান/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।