জবিতে দু’দিনব্যাপী নাট্যোৎসব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে প্রথমবারের মতো নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘দ্য স্পেনিশ ট্রাজেডি’ এবং ‘মাদার কারেজ’ এই দুটি নাটক নিয়ে আয়োজিত হবে। টমাস কিডের রচনায় এবং বিভাগীয় প্রভাষক কৃপাকনা তালুকদারের নির্দেশনা ও পরিকল্পনায় মঞ্চস্থ হবে দ্য স্পেনিশ ট্রাজেডি।
অভিনয় করেছেন নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের আবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের ১২তম আবর্তনের শিক্ষার্থীরা। অন্যদিকে, ব্রেখটের রচনায় এবং বিভাগীয় প্রভাষক সঞ্জীব কুমার দে-এর পরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চস্থ হবে মাদার কারেজ নাটক।
অভিনয় করেছেন বিভাগের ২য় আবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের ১০ম আবর্তনের শিক্ষার্থীরা। দ্য স্পেনিশ ট্রাজেডি নাটকের ১ম ও ২য় প্রদর্শনী ২ ও ৩ মে এবং মাদার কারেজ নাটকের ১ম ও ২য় প্রদর্শনী ৫ ও ৬ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী এ উৎসবকে সামনে রেখে প্রতিদিন চলছে মহড়া।
ইমরান খান/এমআরএম/পিআর