বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর থেকে সাড়ে সাত ভাগ ভ্যাট প্রত্যাহারের দাবিতে সিলেটে সমাবেশ ও মিছিল করা হয়েছে। বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে লিডিং ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অভিভাবকরা এ সমাবেশের আয়োজন করেন।
শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ থেকে ৭ সেপ্টেম্বর মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানোর কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা সিলেট নগরে এক মিছিল বের করেন।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মিজান আহমদের সভাপতিত্বে ও লিডিং ইউনিভার্সিটির ছাত্র মো. সাইফুজ্জামান জনির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন ইউনির্ভাসিটির ল বিভাগের ডিন ব্যারিস্টার আরশ আলী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ, জেলা বারের সাবেক সভাপতি শহীদুল ইসলাম সাহিন, অ্যাডভোকেট হুমাযুন রশিদ সুহেল, অসিত ভট্টাচার্য, তাজুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির ছাত্র আরমান চৌধুরী, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে সাড়ে ৭ ভাগ ভ্যাট আরোপ অত্যন্ত দুঃখজনক। শিক্ষাক্ষেত্রে এরকম ভ্যাট আরোপ করা হলে আমাদের শিক্ষাব্যবস্থা হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং পড়াশুনায় শিক্ষার্থীদের উপর আরোপকৃত ভ্যাট প্রত্যাহারের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ছামির মাহমুদ/এমজেড/আরআইপি