ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত


প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৭ অক্টোবর ২০১৪

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রথমবারের মতো কাজ করবেন ভ্রাম্যমাণ আদালত। আগামী রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ ব্যবস্থা নেয়া হচ্ছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের পাশাপাশি ক্যাম্পাসে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা-পরিপন্থী কাজ করলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করবেন ভ্রাম্যমাণ আদালত।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা মোবাইলসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন: ঘড়ি, ক্যালকুলেটর, হেডফোন) ব্যবহার করতে পারবেন না। তারা কাপড় বা অন্য কোনোভাবে কান ঢেকে রাখতে পারবেন না।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বছর ভর্তি পরীক্ষায় আটটি অনুষদের ৫০টি বিভাগের অধীন ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে এক লাখ ৬৬ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষা শেষ হবে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।