নুসরাতকে হত্যার প্রতিবাদে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০১৯
ফেনীর সোনাগাজীতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা মাদরাসাছাত্রী নুসরাতের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় ঢাবির অপরাজেয় বাংলায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা’ ব্যানারে তারা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেন।
সমাবেশে শিক্ষকদের পক্ষ থেকে নুসরাত হত্যার ঘটনাটি বিচারে দ্রুতবিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।
ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ঘটনাগুলো ঘটছে। এগুলোর বিচার করতে আমাদের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। অধিকাংশ ক্ষেত্রে ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন তারা রাজনীতিকভাবে প্রভাবিত। আমি একটি কথাই বলতে চাই-ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে নেই। সে ধর্ষক, সে নিপীড়নকারী, সে নির্যাতনকারী-এটাই তার পরিচয়।’
সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের ঘটনা ঘটলে স্থানীয় ক্ষমতাবানদের প্রভাব থাকে, তাদের যেন বিচারের আওতায় আনা যায়। পাশাপাশি দ্রুতবিচার ট্রাইব্যুনালে নুসরাত হত্যার বিচার করার দাবি জানান তারা।
বিক্ষোভে ঢাবি শিক্ষক ক্রিমিনোলজি বিভাগের জিয়া রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আইনুল ইসলাম, সানজিদা আক্তার নিরা, আয়েশা বানু, ফাতেমা ইয়াসমিন, শামীম মোরসালিন, আবুল মনসুর আহমেদ ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
গত ৬ এপ্রিল (শনিবার) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি মাদরাসা বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
১০ এপ্রিল (বুধবার) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।
এআর/এসআর/পিআর